
নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৫ আগস্ট পৌর সভাপতি শেখ মুহাম্মদ শোয়াইব সোহানের সভাপতিত্বে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে সৃষ্ট বন্যার প্রতিবাদে পৌর শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার সহ-সভাপতি হজরত আলী ওসমান ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভারত কোনপ্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বাঁধ খুলে দিয়েছে। যার ফলে ইতিহাসের ভয়াবহ বন্যা ও বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ এর মানুষ। ভারতের এমন আত্মঘাতি কার্যক্রমের ফলে ব্যাপক প্রাণহানি, ফসল ও সম্পদের নষ্ট হচ্ছে যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।ঘোষণা ছাড়া রাতের আধারে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যা সংকট সৃষ্টি করে ব্যাপক ক্ষয়ক্ষতি করার দায় ভারতকে নিতে হবে এবং এ আচরণের জন্য ভারতকে জবাবদিহিতা করতে হবে। অন্যথায় ভারতের আগ্রাসী আচরণের জন্য ভারতীয় সকল পণ্য বয়কট সহ কঠোর জবাব দিবে দেশপ্রেমিক ছাত্র জনতা প্রস্তুত রয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আঃ রহিম,রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি ইলিয়াস হুসাইন, জেলা দাওয়াহ সম্পাদক হুসাইন আহমাদ, কওমী সম্পাদক হাফেজ জুনায়েদ, সদর থানা সভাপতি মাহদী হাসান মাহিন, কামারখন্দ থানা সভাপতি মাহদী হাসান, জাহিদ হাসান,মুন্না সরকার, মুসাব্বির শেখ সহ পৌর নেতৃবৃন্দসহ প্রমূখ।