
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার”-এই স্লোগানকে সামনে রেখে
শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট সোমবার সকাল সাড়ে ১১ ঘটিকায় শেরপুর পৌর শহরস্থ শ্রী শ্রী গোপাল জিউর নাট মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেরপুর হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম।এছড়াও জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, শ্রীকৃষ্ণের বক্তবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।আলোচনা সভা পরবর্তী শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শ্রী শ্রী গোপাল জিউর নাট মন্দির প্রাঙ্গন হতে এক অনাড়ম্বর র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থান গিয়ে শেষ। উক্ত র্যালিতে আমন্ত্রিত অতিথিবৃন্দ, হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের হাজার হাজার বক্তবৃন্দরা অংশগ্রহণ করেন।