
কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করেছে অজেয় চার।
সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড।মোহাম্মদপুর থানা সুত্রেও এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,অজেয় চার (৪ বীর) গত ৫ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তা কালে তেজগাঁও,সংসদ ভবন,ন্যাম ভবন,লালবাগ,চকবাজার, এবং কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ পুনরুদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের উদ্ধার করা হয়।
অজেয় চার কর্তৃক উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসমূহ হলো,অস্ত্র ১০৬ টি,এ্যামোনিশন ২৬১৭ রাউন্ড,গ্যাস গ্রেনেড ০১ টি,ম্যাগাজিন ৩৩ টি,হ্যান্ডকাফ ১ জোড়া, অস্ত্রের লাইসেন্স ৪ টি,ওয়াকিটকি সেট ১টি, ক্লিপ চার্জার ফর রাইফেল ১৪৭ টি।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ প্রাথমিকভাবে ব্রিগেড সদর দপ্তর ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জমা করা হয়। পরবর্তীতে,বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এপি বিএন,ডিএমপি, সংসদ পুলিশ এবং এসপি বিএনকে হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,গতকাল ২৫ আগস্ট অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ অধিনায়ক অজেয় চার এর লেঃ কর্নেল নাহিদ উজ- জামান খান-এর দিক নির্দেশনা অনুযায়ী লালবাগ থানা,৫ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং ডিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে।
হস্তান্তরকৃত অস্ত্র ও গোলাবারুদগুলো হল,
অস্ত্র ১১টি,এ্যামোনিশন ৭৪৭ রাউন্ড,গ্যাস গ্রেনেড ১টি, ম্যাগাজিন ১০টি, হ্যান্ডকাফ ১জোড়া। অস্ত্রের লাইসেন্স ৪টি এবং ওয়াকিটকি সেট ১টি।
ডিআই/এসকে