
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনে গন হত্যার প্রতিবাদ ও বিচার দাবীতে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট(শনিবার) সন্ধার পর কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আন্ধারমানিক খেলাঘর আসর আয়োজিত এ মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। সংগঠনের শাখা সভাপতি, মোস্তফা জামান সুজন’র সভাপতিত্বে ছাত্র জনতার আন্দোলনের সকল বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা এবং হত্যাকারীদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ করে বিচার দাবীতে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির, প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, আন্ধার মানিক খেলাঘর আসর শাখা কমিটির ০১ নং সদস্য বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল প্রমুৃখ। এ সময় আন্ধারমানিক খেলাঘর আসরের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা এবং আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন। সেই সাথে সেইসময় গণহত্যায় অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তা ও নির্দেশদাতা আওয়ামী লীগ নেতাদের শাস্তি দাবি করেন।