
বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে আমিনার রহমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গত শনিবার (২৪ আগস্ট) দুপুরে বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের আরাজী শিকারপুর গ্রামে। শিশু আমিনার রহমান ঐ এলাকার ময়েজ উদ্দীনের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আমিনার তার বাড়ির পার্শ্বের শিশুদের সাথে খেলার ছলে এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে বাড়ির পার্শ্বে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন। তাৎক্ষণিক শিশুটিকে পুকুর হতে উদ্ধার করে বোদা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।এ ব্যাপারে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মোজাম্মেল হক পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।