ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন

বিরামপুরে শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
একই পদে নিয়োগকৃত দুই শিক্ষকের মধ্যে পরে নিয়োগপ্রাপ্ত শিক্ষককে অপসারণের দাবিতে বিরামপুর উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।

রবিবার (২৫ আগষ্ট) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৫নং বিনাইন ইউনিয়নের মোহনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ স্কুলের সামনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপি সূত্রে প্রকাশ, উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে শুণ্যপদে আব্দুল খালেককে ১৯৯১ইং সালে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ করা হয় এবং প্রধান শিক্ষক না থাকায় তিনিই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। স্কুলে সহকারী প্রধান শিক্ষক বহাল থাকা অবস্থায় স্কুল কর্তৃপক্ষ একই পদে ২০১৯ সালে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে মামুনুর রশীদ নামে একজনকে নিয়োগ প্রদান করেন। একই পদে পরে নিয়োগ প্রাপ্ত মামুনুর রশীদ প্রভাব বিস্তার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও হাতিয়ে নেন। তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালে বিভিন্ন অনিয়ম, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অসদাচরণ ও শিক্ষার পরিবেশ বিনষ্ট করেন বলে অভিযোগ উঠেছে।বিষয়টি নিয়ে পূর্বে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল খালেক আদালতে মামলা করেন এবং ২০২৪ সালের ২৮ জানুয়ারী তাঁর স্বপক্ষে আদেশ পান।আদেশ পাওয়ার পর থেকেই আব্দুল খালেক পুন:রায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব নেন। কিন্তু, সম্প্রতি পরে নিয়োগ প্রাপ্ত মামুনুর রশীদ আবারো স্কুলে বহালের জন্য বিভিন্ন ভাবে কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। অপরদিকে শিক্ষক মামুনুর রশীদকে যাতে আর বিদ্যালয়ে বহাল না করা হয়। সে লক্ষ্যে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ স্কুলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।এসময় বক্তব্য রাখেন, অভিভাবক জহির উদ্দিন মন্ডল, লিপি আরা বেগম, সুমি আক্তার, ৯ম শ্রেণির শিক্ষার্থী মিশু প্রমূখ।

আন্দোলনকারীগণ রবিবার (২৫ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্কুল কমিটির সভাপতি নুজহাত তাসনীম আওনের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন বলেন, বিষয়টি আদালতের চুড়ান্ত রায়ের মাধ্যমে সমাধান হবে। তবে শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ