
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে রায়পুর উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যাকবলিত এলাকার আশ্রায়িতদের মাঝে ৩শত প্যাকেট শুকনো খাবার, চাল-ঢাল ২শত বস্তা এবং ৪ শত প্যাকেট দুপুরের খাবার বিতরণ করা হয়। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান জলবদ্ধ রাস্তা দিয়ে বৃষ্টিতে ভিজে দিনরাত পরিশ্রম করে ছাত্র শিবিরের নেতাকর্মীরা পানিবন্দি পরিবারের মাঝে সাহায়তা পৌঁছে দিচ্ছেন জনগণের দোরগোড়ায়। এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা শিবির অর্থ সম্পাদক মাঈন উদ্দীন, জেলা মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পারভেজ হোসাইন, আব্দুল মোতালেব (রায়পুর শহর সভাপতি), রায়পুর উত্তর সভাপতি হযরত আলী, রায়পুর কলেজ সভাপতি রাকিব হোসাইন সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকেই।