ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

রূপগঞ্জে সাবেক পাট মন্ত্রী গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকাদাহ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেফতারকৃত সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকাদাহ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (২৫ আগষ্ট) দুপুরে উপজেলার ৩০০-ফিট মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসুচী পালন করেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসুচী পালন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন এসয়ম রূপগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াজুল হক মেম্বারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক হাজী আওলাদ হোসেন,রূপগঞ্জ উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া,রূপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হাজী রুবেল ভূঁইয়া,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুজন আহম্মেদ,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমীন সরকার,রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব বাতেন পারভেজ,১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন মনু,সাংগঠনিক সম্পাদক আব্দুল প্রমুখ।

বক্তারা বলেন, গোলাম দস্তগীর গাজী মন্ত্রী ও এমপি থাকাকালীন সময়ে প্রভাব খাটিয়ে নিরীহ ও সাধারন মানুষের জমি-জমা জোরপুর্বক জবরদখল করে শত শত কোটি বানিয়েছেন। বিএনপি নেতাকর্মীসহ সাধারন মানুষ গাজীর রোষানলে পড়ে নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন। মিথ্যা মামলা দিয়ে অনেক মানুষকে জেল খাটিয়েছেন। গাজীর নির্দেশে চনপাড়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়াকে হত্যা করা হয়েছে। অবিলম্বে গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবি জানান বিক্ষুব্ধরা। সেই সাথে গাজীর দোষরদেরও গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানান তারা।
এর আগে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী, গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনকে নামী ও অজ্ঞাত ৬০ জনকে আসামী করে গত ২১ আগস্ট নিহত স্কুল ছাত্রের খালা রিনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় গোলাম দস্তগীর গাজীকে গত শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে। পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

শেয়ার করুনঃ