
বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবান আলীকদম উপজেলায় সেনা জোন কর্তৃক পরিচালিত আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ আগষ্ট ২০২০২৪ইং সকাল ১১টার মৈত্রী উচ্চ বিদ্যালয়ের হল রুমে মৈত্রী উচ্চ বিদাালয় পরিচালনা কমিটির আয়োজনে এই অভিভাবক সমাবেশের অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের মাননীয় জোন কমান্ডার, লে: কর্ণেল মোঃ শওকাতুল মোনায়েম পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলীকদম সেনা জোনের মেজর রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন তাওহীদ, ক্যাপ্টেন মো: আশরাফুল ইসলাম।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: জসিম উদ্দিন প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়। অনুষ্ঠান পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক, এস.এফ.এম মোস্তাঈন বিল্লাহ।
এসময় অনুষ্ঠানে পবিত্র কুরআন পাক থেকে তেলাওয়াত করেন ৯ম শ্রেণির শিক্ষার্থী মোশাররফ হোসেন রাজু, পবিত্র গীতা পাঠ করেন, ৮ম শ্রেণির শিক্ষার্থী অর্ক দাশ, ত্রিপিটক পাঠ করেন মেননাও ম্রো -৮ম শ্রেণি, পবিত্র বাইবেল ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন, সুশান্ত ত্রিপুরা-৯ম শ্রেণি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, মো: জসিম উদ্দিন, প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলীকদম সেনা জোনের মেজর রাশেল স্যার। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য অংহ্লাচিং হেডম্যান, বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মোস্তাঈন বিল্লাহ। অভিভাবক ও ছাত্রদের মতবিনিময় প্রকাশের মাধ্যমে ১২.৩০ মিনিটে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।