যশোরের ঝিকরগাছায় প্রতিবন্ধী যুবক জহির ওরফে ডিপজল (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) ঝিকরগাছা উপজেলার কাটাখাল কলোনিপাড়া থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে। তিনি ভোলা জেলার বাসিন্দা, তবে তার পিতার নাম কেউ বলতে পারেনি।
স্থানীয় আলিম ড্রাইভার জানান, ওই যুবকের সাথে ৭/৮ বছর আগে তার পরিচয়। সে আগে গাড়িতে হেলপারি করতো। মানসিক প্রতিবন্ধী হওয়ায় সঠিকভাবে নাম-ঠিকানা বলতে পারতো না। স্থানীয়রা তার নাম দিয়েছিলো ডিপজল। সেই থেকে ডিপজল নামে পরিচিত।
আলিম ড্রাইভার আরও জানান, ৬ দিন আগে ডিপজল তার ভাড়া বাড়িতে এসে লিভার ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত বলে তাদেরকে জানায়। এরপর তার বাড়িতে ছিলো। শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে বাথরুমের মধ্যে ডিপজল মৃত অবস্থায় পড়ে ছিলো।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বি এম কামাল হোসেন ভুইঁয়া জানান, পিবিআই মৃত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তার মোবাইল নাম্বারের মাধ্যমে জানতে পেরেছি তার বাসা ভোলা জেলার লালমোহন উপজেলায়। আঞ্জুমান মফিদুলকে লাশ দাফনের জন্য দেয়া হয়েছে। এর আগে যদি আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যায় তাহলে লাশ হস্তান্তর করা হবে।