প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৩, ১১:০৬ অপরাহ্ণ
সখীপুরে ইলেভেন স্টার ক্লাবের উদ্যোগে ডাঃ এন আই জাকিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

টাঙ্গাইলের সখীপুরে একটি ক্লাবের উদ্যোগে প্রতিমাসে বিভিন্ন ধরণের রোগীদের সেবা প্রদানের উদ্দেশ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প করেন ডাঃ এন আই জাকির। উপজেলার যাদবপুর গ্রামের নাকশালা বাজারস্থ ইলেভেন স্টার ক্লাবের উদ্যোগে ও সান ফার্মা লিঃ এর সহযোগিতায় প্রতিমাসের দ্বিতীয় শুক্রবার বিভিন্ন ধরণের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন তিনি।
আজ সরেজমিনে গিয়ে দেখা যায়, আশেপাশের গ্রামের বিভিন্ন গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন ডাঃ এন আই জাকির। রোগীদের সাথে কথা বলে জানা যায়, তারা বেশীর ভাগ রোগী গরীব ও খেটে খাওয়া মানুষ । তারা অর্থ ও সময়ের অভাবে শহরে গিয়ে ডাক্তার দেখানোর সুযোগ পায়না। ডাক্তার এন আই জাকির তাদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে তাদের সেবা করে যাচ্ছেন। রোগীরা উক্ত ক্লাবের এবং ডাক্তারের মঙ্গল কামনা করেন।
ইলেভেন স্টার ক্লাবের সভাপতি মোঃ আরিফুল ইসলাম বিএসসি জানান, আমাদের ক্লাবের মাধ্যমে এলাকার মানুষের জন্য ভালো কিছু করার উদ্যেশ্যেই এই আয়োজন। ডাঃ এন আই জাকিরের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমে এলাকার মানুষের সামান্য উপকার হলে আমরা স্বার্থক হবো।
ফ্রি মেডিকেল কার্যক্রম সম্পর্কে ডাঃ এন আই জাকির বলেন, ডাক্তারী পেশার মাধ্যমে জীবনে অনেক টাকা পয়সা উপার্জন করেছি। এখন প্রত্যন্ত গ্রাম অঞ্চলের গরীব রোগীদের সেবার মাধ্যমে মানব সেবা করার জন্যই আমার এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আসা। তিনি ইলেভেন স্টার ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানান।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.