
সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এর পক্ষে সর্বপ্রথম আদালতে শুনানিতে অংশ নিলেন এ্যাডভোকেট শাহিন আলম।
জানা গেছে, ঢাকা সিএমএম কোর্ট এ ২২ আগষ্ট শনিবার উক্ত আইনজীবী সাবেক এ চীফ হুইপ এর পক্ষে তার জামিন শুনানিতে অংশ গ্রহণ করেন।এরপর তিনি এ কোর্ট চত্ত্বরে উপস্থিত বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিদের সামনে ব্রিফিং করে জানান সে সাবেক চীফ হুইপ আ. স.ম ফিরোজ এর পক্ষের আইনজীবী হিসেবে তার জামিন চেয়েছিলেন।
তিনি এসময় উক্ত স্হানে উপস্থিত সাংবাদিকদের আরও জানান সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ কে পাজোরা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয় এবং তার ১০ দিনের রিমান্ড চাইলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।