
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
দেশের রাজনৈতিক পট পরিবর্তনে ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতি পরিষদের জনসেবা কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে নিরলসভাবে কাজ করছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান। বৃহস্পতিবার (২২ আগস্ট) তবকপুর ইউপি অফিসে গিয়ে দেখা গেল, ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও সেবা গ্রহণকারী কতিপয় ব্যক্তির উপস্থিতিতে জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, ওয়ারিশ সনদ-সহ বিভিন্ন সেবা মূলক কাজ করছন। পরে তবকপুর জহরিয়াপাড়া গ্রামের শাহাবুদ্দিন ও আব্দুর রহমান দুই ভাইয়ের বাড়ি-ভিটার জমির বিবাদ মিমাংসা করে স্ব স্ব জায়গায় ঘর সরিয়ে নেয়ার ব্যবস্থা করে দেন। ইউপি সচিব রিয়াজুল ইসলাম চেয়ারম্যান এভাবে প্রতি নিয়ত ইউপি জনসেবা মূলক কাজ ছাড়াও গ্রাম আদালতের মাধ্যমে বিচার-শালিশ করছেন। বিচার কার্যে প্যানেল চেয়ারম্যান হাবুণ-অর-রশিদ সহযোগিতা করে যাচ্ছেন। উপস্থিত ইউপি সদস্য সুসান্ত মন্ডল বলেন তবকপুর ইউপি গ্রাম আদালত ব্যাপক সাড়া জাগিয়েছে। অদ্য শনিবারও তবকপুর ইউনিয়ন পরিষদে সারাদিন বিভিন্ন সেবা মূলক কাজ করতে চেয়ারম্যানকে ব্যস্থ দেখা গেছে।