
মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টার:
ছবিতে মহিলাটির মানষিক সমস্যা, ০৯/১১/২৩ইং দুপুরে নান্দাইল উপজেলার আচারগাঁও সিংদই ২ নং ওয়ার্ডের মোঃ জিলু মিয়া,র মেয়ে,উদং হাইস্কুল সংলগ্ন রাস্তা দিয়ে নান্দাইল ৪ নং চন্ডিপাশা ধুরুয়া স্বামীর বাড়িতে যাবার পথে দুইটি বাচ্চা সহ মহিলাটি হারানো গিয়েছে। বড় বাচ্চার বয়স ৫ বছর এবং ছোট বাচ্চার বয়স ৩ বছর। যদি কোন হৃদয়বান ব্যাক্তি সন্ধান পেয়ে থাকেন দয়া করে নিন্মলিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো-
01910-626042//
01926-428980/01404222185
বাচ্চাসহ মহিলাটিকে পরিবারের কাছে পৌঁছে দিতে পোস্টটি শেয়ার করে জানিয়ে দেন।