
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বন্যার্তদের সহায়তার জন্য
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সকল সদস্যরা তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন,সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বন্যার্তদের সহায়তায় সকল র্যাব সদস্যদের একদিনের বেতন প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।
এদিকে বন্যায় আটকেপড়াদের উদ্ধারে ও ত্রাণ বিতরণে ফেনীতে আজ হেলিকপ্টার ব্যবহার করছে র্যাব। দিনভর শুকনো খাবার,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,খাবার সেলাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের পাশাপাশি নারী,শিশু, বৃদ্ধসহ বন্যাকবলিত এলাকা হতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পানিবন্দীদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌছে দিয়েছে এলিট ফোর্সটি।
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে টাকা পাঠাবেন যেভাবে-
আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারেন।
• হিসাবের নাম :‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’
• ব্যাংক : সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
• হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩
এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।
ডিআই/এসকে