
কুড়িগ্রামে দেড় বছরের সাজাপ্রাপ্তসহ ৪ টি ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ আগস্ট ) রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো.সাজ্জাদ হোসেন।
তিনি বলেন,কুড়িগ্রাম জেলার উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার ( ২৩ আগস্ট ) উলিপুর থানাধীন হারুনেরফরা এলাকায় অভিযান পরিচালনা করে দেড় বছরের সাজা ওয়ারেন্টসহ মোট ৪ টি ওয়ারেন্টের আসামী উলিপুর হারুনেফরা এলাকার নুর ইসলামকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি আরও বলেন,আমরা বিভিন্ন সময়ে কুড়িগ্রাম জেলা সহ বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদের গ্রেফতার অব্যহত রেখেছি। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে ও নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে