
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয়তাবাদী দল বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) শেষ বিকেলে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস’র হল রুমে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন শিকদার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু। কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার। এসময় কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিপুর থানা বিএনপি , লতাচাপলী ইউনিয়ন বিএনপি ও কুয়াকাটা পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের এবং সমসাময়িক বন্যায় নিহতের রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেইসাথে বর্তমান বন্যা পরিস্থিতিতে বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতার হাত বাড়াতে সর্বস্তরের নেতাকর্মীদের আহবান জানান নেতৃবৃন্দ।