
নাইক্ষ্যংছড়ির পাশ্রাববর্তী রামু উপজেলার কাউয়ারখোপ, গর্জনিয়া ও কচ্ছপিযা ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।২৩ আগস্ট(শুক্রবার) সকাল নয়টায় বের হযে তিনি প্রথমে কাউয়াখোপ পরে কচ্ছপিয়া, গর্জনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা ঘাট পরিদর্শন করেন ও বন্যাদূর্গত দুই হাজারের অধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে তিনি বন্যায় নিহত গর্জনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আমজাদ হোসেনের এর বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলে সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং ছেলে আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় তিনি বলেন, রামুসহ জেলার বিভিন্ন স্হানে এখনো অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, পানি বন্দী এসব মানুষ কে প্রয়োজনীয় ত্রান প্রদান ও বন্যায় ক্ষতি গ্রস্হ রাস্তা জরুরী ভিত্তিতে পুনঃ নির্মান করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহবান জানান।
পরিদর্শন ও ত্রাণ বিতরণ কালে লুৎফুর রহমান কাজলের সাথে ছিলেন, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, সহ-সভাপতি সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদের, কোষাধ্যক্ষ ফরিদুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, কচ্ছপিযা সভাপতি সৈয়দ আলম, কাউয়ারখোপ সভাপতি এনামুল হক, দিদারুল আলম সিকদার,রামু উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক সানাউল্লাহ সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাজাহান লুতু, সদস্য সচিব এরশাদ উল্লাহ, কৃষকদলের সদস্য সচিব আনোয়ারুল হক, তাতীঁদলের আহবায়ক মনজুর আলমসহ উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।