
কুড়িগ্রামে ২২ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক মামলার পলাতক আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ আগস্ট ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো.সাজ্জাদ হোসেন।
তিনি বলেন,কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম শুক্রবার ( ২৩ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদরের কেতারমোড় টু উলিপুর রোডে ধাওয়া করে উলিপুর থানাধীন পাঁচপীর এলাকায় একটি মোটরসাইকেলযোগে মাদক পরিবহনের সময় ২২ বোতল ফেন্সিডিল সহ পূর্বের ৫ টি মাদক মামলার আসামী কুড়িগ্রামের নাগেশ্বরী দক্ষিণ রামখানা এলাকার শ্রী স্বপন কুমার দাস (৪০) কে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
তিনি আরও বলেন,গ্রেফতারকৃত মাদক কারবারি স্বপন এর বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় ১ টি,নাগেশ্বরী থানায় ৩ টি ও ফুলবাড়ী থানায় ১ টি মাদক মামলা সহ মোট ৫ টি মাদক মামলা রয়েছে। আবারো কিছু দিনের ব্যবধানে উক্ত আসামীকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে,আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে