
টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা উজানি ঢলের কারণে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন আকস্মিক বন্যার কবলে পড়েছে।
এমন পরিস্থিতিতে জেলাটির সীমান্তবর্তী এলাকায় শুকনা খাদ্য,বিনামূল্য চিকিৎসা এবং ঔষধ সামগ্রী বিতরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ৪৬ বিজিবির পক্ষ থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মোকাবিল, কুরমা ও চাম্পাপাড়া সীমান্তবর্তী এলাকায় ৬০০-এর বেশি পরিবারের মাঝে শুকনা খাদ্য,বিনামূল্য চিকিৎসা এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ৪৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার। তিনি বলেন,বিজিবি সব সময়ই দুর্যোগকালীন সময়ে দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
এর আগে বুধবার ও বৃহস্পতিবার কমলগঞ্জ উপজেলার মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করে বিজিবি।
ডিআই/এসকে