
নাজিরপুরে আ’লীগ নেতা রাজিবের নির্দেশে সংখ্যালঘুর দোকানপাট লুট অডিও ভাইরাল শিরোনামে দৈনিক যায়যায়দিন,দৈনিক ইনকিলাব ও সকালের খবর সহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় গত ১৮ আগষ্ট একটি নিউজ প্রকাশিত হয়েছে, এতে সংখ্যালঘুর দোকান পাট লুট ও ভাংচুরের অভিযোগ করা হয়েছে । সেই অভিযোগের প্রেক্ষিতে
তুহীন শেখ, কাইয়ুম শেখ, জিহাদ মোল্লা,সেলিম মোল্লা,আজমাইন শেখ,কামরুল মোল্লা, এবং মোঃ ফরিদ মাঝির নাম উল্লেখ রয়েছে।
মূলত বিষয়টি ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা রাজিবের নেতৃত্বেই হয়েছে, তবে সেখানে আমরা মালামাল লুট করিনি বরং লুট হওয়া মালামাল উদ্ধার করতে সহায়তা করেছি। একটি কুচক্রী মহল রাজনৈতীক ফায়দা লোটার জন্য বা প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করেছ। আমরা উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।