
সাবেক মন্ত্রী ও এমপি এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার এর বরিশালের বাখেরগঞ্জ পৌর শহরের পল্লী ভবনে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও উক্ত ভবনে বসবাস করেন সাবেক এমপি ও বাখেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বেগম নাসরিন জাহান রতনা আমিন হাওলাদার। জানা গেছে, এ ঘটনা টি ঘটেছে ২২ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় এমনটিই জানা যায়। প্রসঙ্গত: উপরোক্ত সংবাদের তথ্যটি জাতীয় পার্টি’র জেলা পর্যায়ের এক নেতার সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে সুত্রে প্রকাশ করা হয়েছে মাত্র। জাতীয় পার্টির কেন্দ্রীয় এ নেতা পটুয়াখালী -১ আসনের সাবেক সংসদ।