ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোটর সাইকেল চাপায় আহত হয়ে সড়কে পড়ে থাকা মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা সেবায় এগিয়ে আসলেন সুনামগঞ্জের ডিসি
বিরামপুরে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি: জনমনে স্বস্তি

পিরোজপুরে দুই মাদ্রাসার অধ্যক্ষকে অপসারণের দাবীতে আলটিমেটাম

পিরোজপুরের ইন্দুরকানীর টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা ও এফ করিম আলিম মাদ্রাসার অধ্যক্ষকে অপসারণের দাবীতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবীর সাথে সংহতি প্রকাশ করেন মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, “মো. দেলাওয়ার হোসেনকে এই মাদ্রাসার অধ্যক্ষের পদ থেকে অপসারণ করতে হবে । তিনি দুর্ণীতিবাজ, নারীলোভী, অর্থ আত্মসাৎকারী ও ঘুষ নিয়ে পরীক্ষায় নকল সরবরাহকারী। এই অধ্যক্ষকে কোন অবস্থাতেই আমরা মাদ্রাসায় দেখতে চাই না।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাকে যদি অপসরণ করা না হয়, তাহলে আমরা কঠিনতর আন্দোলনে যেতে বাধ্য হবো। অন্যদিকে ইন্দুরকানী এফ. করিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহ্ আলম কে অপসরনের দাবী জানিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছেন। শিক্ষার্থীদের দাবী অধ্যক্ষ শাহ্ আলম কিছুদিন পূর্বে নিয়োগ বানিজ্য করেছেন এবং শিক্ষার্থীদের জন্য মাদ্রাসায় বরাদ্ধকৃত টাকা আত্মসাত করেছেন। এছাড়াও তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগের সহযোগী ছিলেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে শিক্ষক ও ছাত্রদের সাথে দুর্ব্যবহার করেন।
অন্যদিকে, শিক্ষার্থীদের মানববন্ধনে উপস্থিত হয়ে টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার শিক্ষকরা জানান, “আমরা শিক্ষার্থীদের দাবীর সাথে একমত পোষণ করছি। অনিয়ম ও দুর্ণীতির সাথে যুক্ত থাকায় আমরা অধ্যক্ষ মাওলানা দেলাওয়ারের অপসারণ চাই। এ সময় মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহিল মাহমুদ, আরবী প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, মাহাবুব বিল্লাহ, মাওলানা হারুন অর রশীদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক শিক্ষার্থীসহ স্থানীয় অবিভাবকরা অধ্যক্ষের পদত্যাগ চেয়ে বক্তব্য রাখেন।”
এদিকে টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেনকে মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেন নাই। অন্যদিকে ইন্দুরকানী এফ. করিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ শাহ্ আলম জানান, আলটিমেটামের বিষয় আমি কিছু জানিনা। আমি কোন দুর্ণীতির সাথে জড়িত না।”

শেয়ার করুনঃ