
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় থানা পুলিশের উদ্যোগে রেসকিউ টিম গঠন করে উদ্ধার কাজ শুরু করেছেন।
বুধবার ২২ আগষ্ট বিকাল থেকে আখাউড়া থানা পুলিশের উদ্যোগে ২০ জন পুলিশ সদস্যের একটি টিম উপজেলার বন্যায় আক্রান্ত এলাকা গুলোতে উদ্বার কাজ শুরু করেন।
দেখা যায়, পুলিশ সদস্যরা বন্যার পানির নিচে তলিয়ে যাওয়া বাড়ি ঘরগুলোতে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। কেউ পানিতে আটকে থাকলে বন্যায় প্লাবিত মানুষদের লাইফ জ্যাকেট পড়িয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন তারা।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল জানান, উজানের ঢল ও অতিবৃষ্টির কারণে আখাউড়া উপজেলার কয়েকটি এলাকা মারাত্মক ভাবে বন্যায় প্লাবিত হয়েছে। আমরা পুলিশ সুপারের নির্দেশে আখাউড়া থানা পুলিশের ২০ জন সদস্যকে নিয়ে একটি উদ্বারকারী দল গঠন করেছি। সেই দলের মাধ্যমে বন্যা আটকে পড়া মানুষদের উদ্বার কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে ৫টি পরিবারকে এই উদ্বারকারী দলের মাধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের এই উদ্ধার কাজ অব্যাহত থাকবে।
উল্লেখ্য,গত মঙ্গলবার গভীর রাত থেকে বৃষ্টি শুরু হয়ে চলে দিনভর চলে। রাতে কিছু সময় বৃষ্টি বন্ধ থাকে। শেষ রাত থেকে আবারও শুরু হয় বৃষ্টি। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা পাহাড়ী ঢল, বৃষ্টির পানি ও হাওড়া বাঁধ ভেঙ্গে সীমান্তবর্তী উপজেলার দক্ষিণ, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, উমেদপুর, সেনারবাদি, সাহেবনগর, কুসুমবাড়ি, টানোয়াপাড়াসহ অন্তত ৩৫টি গ্রামে কমবেশি পানি ঢুকেছে। গাজীরবাজার এলাকায় অস্থায়ী সেতু ভেঙে স্থলবন্দরগামী সড়কে যান চলাচল বন্ধ হয়েছে।