
রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে দুজনকে মাদক কারবারি কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।
গ্রেফতারকৃতরা হলেন মো.ইয়াছিন (২২) এবং রুবিয়া বেগম (৫৫)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক রাহুল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক শওকত ইসলামের তত্ত্বাবধানে ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক মো.আবুল হোসেন এবং সহকারী পরিচালক রাহুল সেনের নেতৃত্বে কাওরান বাজার রেলগেইট সংলগ্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন তেজগাঁও রেল লাইনের পূর্ব পার্শ্বে নাখালপাড়া সমিতি বাজার আলকাতরা ফ্যাক্টরির মোড় এলাকা থেকে ইয়াছিনকে ২৮০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। একই এলাকা থেকে ১৭২ গ্রাম গাঁজাসহ রুবিয়া বেগমকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান,গ্রেফতারকৃরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা এবং সেবন করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ডিআই/এসকে