
নড়াইলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের বাঁধাঘাট এলাকায় সুলতান মঞ্চে সমাবেশ ও কিরাতুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হুসাইন। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহম্মেদ। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মুনতাছির আহম্মেদ। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মাদ খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ডা. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুন্নবী, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি সৈয়দ ওমর ফারুকসহ আরও অনেকেই।