
ফরিদপুর সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী সরদার জালাল উদ্দীন সহ সকল দুর্নীতিবাজ কর্মচারীদের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় ফরিদপুর সিভিল সার্জনের অফিসের সামনে বৈষম্যে বিরোধী ছাত্রছাত্রীদের উদ্যােগে, শিক্ষার্থীরা সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী সরদার জালাল উদ্দীনের বিভিন্ন অপকর্ম তুলে ধরেন বলেন,আগামী রবিবারের মধ্যে দুর্নীতিবাদের প্রতিষ্ঠান থেকে অপসারণ করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
তারা বলেন,বাংলাদেশে আর কোন দুর্নীতি করতে দেয়া হবে না। এবং যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া হবে এবং তাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে।
এর আগে তারা প্রধান সহকারি সরদার জালাল উদ্দিনের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপরে সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।