
পটুয়াখালীর১নং লাউকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান’র দুর্নীতির বিরুদ্ধে ও তার অপসরণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ২২ আগস্ট বৃহস্পতি বার বেলা১১ টায় এ ইউনিয়ন পরিষদের সামনের সড়কে স্হানীয় জনসাধারণের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, লাউকাঠী ইউনিয়নের চেয়ারম্যান যে দুর্নীতি করেছে তা বলে শেষ করা যাবে না। তার নামে গত বছরের মে মাসে এই ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা মিলে অনাস্থা প্রদান করে। তারপরে ডিসি সাহেবের মধ্যস্থতায় সবকিছু ঠিক করা হয়। সে সময় আমরা সবাই মনে করেছিলাম যে চেয়ারম্যান পরিবর্তন হবে। কিন্তু আমাদের ধারণা ভুল ছিল। তার মধ্যে কোন পরিবর্তন ঘটেনি। তার বিরুদ্ধে এই বছরের গত জুলাই মাসে আবারো অনাস্থা দেওয়া হয়েছে। তার মতো দুর্নীতিবাজ ও স্বৈরাচারী চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদে থাকতে পারে না। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এ স্হান থেকে শুরু হয়ে উক্ত ইউনিয়নের বিভিন্ন সড়ক সমূহ প্রদক্ষিণ করে।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন স্হানীয় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষজন ও উক্ত পরিষদের জনৈক দুই ইউপি সদস্য। এবিষয় মুঠোফোনে লাউকাঠী ইউপির চেয়ারম্যান এর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদক কে বলেন, তিনি সচ্ছ ভাবে তার দায়িত্ব পালন করেছেন, জনগন চাইলে তিনি তার দায়িত্ব পালন করে যাবেন এই বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।