
পটুয়াখালীতে কারিগরি শিক্ষায় অবৈধভাবে অকারিগরি ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ ও বিভিন্ন অকারিগরি কর্মকর্তা অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট’র ডিপ্লোমা ইন্জিনিয়ারিংএ অধ্যায়নরত সাধারণ শিক্ষার্থীবৃন্দদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ মিছিল টি এসময় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে যথা স্হানে গিয়ে শেষ হয়।
এছাড়াও একই দাবীতে পটুয়াখালী ঝাউতলায় তাদের সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসময় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা ইন্জিনিয়ারিংএ অধ্যয়নরত শতশত সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।