
রাজশাহীর বাগমারায় বড়বিহানালী, দ্বীপপুর, সোনাডাঙা তিনটি ইউনিয়নের অন্তর্গত বিলসুতি বিল প্রভাবশালী ও দখলদারদের কবল থেকে উন্মুক্তের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা বারো’টায় বাগমারা উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এলাকার মৎস্যজীবী ও সাধারণ কৃষকের ব্যানারে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিলসুতি বিলে প্রায় সাড়ে বারো শত একর খাশ জমিজমা রয়েছে। ব্যক্তি মালিকানা জমিজমা রয়েছে প্রায় পনেরো হাজার একর। এ সমস্ত বিলের খাশ জমিজমা কৌশলে অমৎস্যজীবী বা.চাকরিজীবী ভূমিহীন সেজে সমস্ত বিল দখল মাছ চাষ করছেন। সূত্র জানায়, লীজ গ্রহীতারা হলেন দ্বীপপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রশিদ, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, অফিস সহায়ক সেলিম রেজা সহ আরও বেশ কয়েকজন প্রভাবশালী।
পরে মৎস্যজীবীদের পক্ষে নির্বাহী অফিসারের মাধ্যমে রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। কিছু সময়ের জন্য হৈ-চৈ শুরু হলে বাগমারার কৃতি সন্তান সাবেক উপ-সচিব ( দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়) সুলতান মাহমুদ, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব উপস্থিত জনতাকে নিবৃত্ত করেন। পরে মৌখিক ভাবে নিজ নিজ জমিতে মাছ ধরার পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্যজীবী জাহিদুল ইসলাম অমূল্য কুমার, এমরান হোসেন সহ অন্যরা।