
“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ ” বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৪ উদযাপনে পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট বৃহস্পতিবার সকালে উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী’র আয়োজনে ও জেলা প্রশাসন’র সহযোগিতায় পটুয়াখালী সার্কিট হাউসের সামনে থেকে এ র্যালি শুরু হয়ে ঝাউতলা সংলগ্ন বৃক্ষ মেলার মাঠে গিয়ে শেষ হয়।
পরে প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী জেলা প্রশাসক শান্তির পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে উক্ত বৃক্ষ রোপণ ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন।
এরপর এ স্হানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এসময় মোঃ সফিকুল ইসলাম উপ বন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ,পটুয়াখালী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোঃ নূর কুতুবুল আলম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট পটুয়াখালী। এসভায় এসময় পটুয়াখালীর বোতল বুনিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যাক্ষ মোঃ আমিনুল ইসলাম সিরাজ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী’র অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার,
অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) এবং পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার আহমাদ মাঈনুল ইসলাম এবং পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।পরে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ২০২৪ এ অংশ গ্রহণকারী ২০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৪ র্যালিতে ও আলোচনা সভায় এসময় পটুয়াখালীর সহকারী বন সংরক্ষক মোঃ তারিকুল ইসলাম ও পটুয়াখালী বন বিভাগের পটুয়াখালী সদর রেঞ্জ কর্মকর্তা বাবু নয়ন মিস্ত্রি সহ এ দপ্তরের ও জেলা প্রশাসন,পুলিশ প্রশাসনের নানা স্তরের কর্মকর্তা – কর্মচারী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।