
পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের বৈষম্য বিরোধী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচি পালন করেছেন। জানা গেছে, ২২ আগষ্ট বৃহস্পতিবার এ কলেজের শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষা দিয়ে সকাল সাড়ে ১০ টার পরে উক্ত কলেজ প্রাঙ্গণে এ দাবিতে বিক্ষোভ করেন। পরে তারা অধ্যক্ষের অফিস কক্ষে তালা দেন।
এরপর তারা ও অধ্যক্ষ কলেজের পাঠদান কক্ষে এ বিষয় নিয়ে আলোচনা সভা করেন। উক্ত আলোচনা সভায় কোন প্রকার সমাধান না হলে অধ্যক্ষ এক পর্যায়ে কলেজ থেকে বের হয়ে যান।এদিকে এদিন দুপুরে পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা একই দাবীতে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।এরপর তারা এ কলেজের সভাপতি ও জেলা প্রশাসক এর সাথে দেখা করে অভিযোগ পত্র দিয়েছেন।অন্যদিকে উক্ত কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ বজলুর রহমান একই সময় জেলা প্রশাসক এর কার্যালয়ে গিয়ে তার সাথে দেখা করেন।
পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের এ কর্মসূচি পালন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জুবায়ের হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সেলিম হাওলাদার, মোঃ কাওছার ও মুকুল আক্তার প্রমুখ। অন্যদিকে পটুয়াখালী জেলা প্রশাসক এর সাথে পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ দেখা করার সময় জেলা প্রশাসক এর অফিস কক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ ফিরোজ আহমেদ ও সিনিয়র মেডিকেল জান্নাতুল ফেরদৌসী এবং খন্ডকালীন শিক্ষক ডাঃ আবদুল বারেক।