
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৩ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে রাজধানীর বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গল ও বুধবার ডিএমপি কমিশনার মো.মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।
কোন থানায় কে হলেন নতুন ওসি
ডিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ তাইফুর রহমান মির্জাকে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ নজরুল ইসলামকে পল্লবী থানার অফিসার ইনচার্জ, মো. তৌহিদ আহম্মেদকে গুলশান থানায়, মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায়,মুহাম্মদ আজাহারুল ইসলামকে খিলক্ষেত থানায়,গোলাম ফারুককে রমনা থানায়,মোল্লা মো.খালিদ হোসেনকে পল্টন মডেল থানায়,মো.সাইফুল ইসলামকে বাড্ডা থানায়,মোল্লা মো.খালিদ হোসেনকে পল্টন মডেল থানায়, মো.সাইফুল ইসলামকে বাড্ডা থানায়,এরশাদ আহমেদকে বিমানবন্দর থানায়,মুহাম্মদ মনিরুল ইসলামকে মিরপুর মডেল থানায়,মো.মোবারক হোসেনকে তেজগাঁও থানায়, মো. হাফিজুর রহমানকে উত্তরা-পশ্চিম থানায়, মুহাম্মদ এবং মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধানমন্ডি থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিআই/এসকে