
পাঁচবিবিতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উচাই কৃষি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোঃ রুস্তম আলী আজ ২১ আগস্ট বুধবার থেকে স্বপদে বহাল হলেন।
জানা যায়, পাঁচবিবি উপজেলার উচাই কৃষি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ রত্তম আলী সম্প্রতি নিয়োগ জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত সন্দেহে র্যাব তাকেসহ ৩জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। ওই মামলায় তিনি জামিনে বেরিয়ে এসে নিজেকে নির্দোষ দাবি করে তথ্যপ্রমাণ জোগাড় করেন।
আজ ২১ আগস্ট বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা তাকে স্বপদে বহাল করলেন বলে খবর পাওয়া গেছে।
অধ্যক্ষ রুস্তম আলী জানান, বহলের প্রক্রিয়া প্রায় সম্পন্ন। শুধু নির্বাহী কর্মকর্তা স্বাক্ষর করলেই তিনি স্বপদে বহাল হবেন।