
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজী এমএ সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে করা আন্দোলন উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে ক্লাস বর্জন স্থগিত করে ক্লাসে ফিরে গেছে শিক্ষার্থীরা। এতে খুশি হয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার ( ২১ আগষ্ট) সকাল ৯ টা থেকে সাবধান শিক্ষার্থীদের নেতৃত্বে করা ক্লাস বর্জন আন্দোলন চলতে থাকলে গণমাধ্যম কর্মীরা ছুটে যান। আল্পক্ষণ পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে গিয়ে সবার সাথে কথা বলেন। সর্বশেষ শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন,শিক্ষা প্রতিষ্ঠান সবার। সুবিধাও সকলের সমস্যাও সকলের। তাই এ কলেজের প্রতি সবার সদয় দৃষ্টি রাখতে হবে।
বিশেষ করে ছাত্রদের কোন কথা বা দাবী দাওয়া থাকলে কতৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নেবে।
সুতারাং কোন বিশৃঙ্খলা না করে সকলকে ক্লাসে ফিরে আসার আহ্বান জানালে শিক্ষার্থীরা স্ব-স্ব ক্লাসে ফিরে যান।
এদিকে একাদশ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান, ডিগ্রি ক্লাসের শিক্ষার্থী শফিকুর রহমান বলেন,একদল ছাত্র ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর আলম স্যার অনিয়ম ও অর্থ আত্মসাথের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবী করেন। আবার আরেক দল তা অস্বীকার করেন।
তবে সাধারণ শিক্ষার্থীদের দাবী তারা নিয়মিত অধ্যক্ষ চান। কলেজের ফি আদায়ে স্বচ্ছতা চান। পড়া-লেখা চান। গন্ডগোল চান না।
তারা উধ্বর্মহলকে বিষয়টি আমলে নেয়ার
দাবী জানিয়ে তা দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি করে জানান তারা।
অপর দিকে কলেজের ভারপ্রাস্ত অধ্যক্ষ
জাফর আলম বলেন,তিনি কোন অনিয়ম করেন নি। অর্থ আত্মনাৎ করেন নি। কিছু শিক্ষক কলেজের শিক্ষার্থীদের উস্কে দিয়ে
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।