
রাজধানীসহ বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবরের পর থেকে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বাস পোড়ানোসহ বিভিন্ন নাশকতার ঘটনায় দেড় হাজারের বেশি বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। ওই ঘটনায় মামলা হয়েছে শতাধিক। এসব মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জনের মতো কেন্দ্রীয় নেতাকে গত এক সপ্তাহে গ্রেফতার করা হয়েছে।
ডিআই/এসকে