
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে পটুয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট বুধবার সকাল সাড়ে১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে এ ক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন’র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হৃদয়’র সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজল বরন দাস ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ,দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র পটুয়াখালী জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু,পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য মোঃ হুমায়ুন কবির ও কালের কন্ঠের গলাচিপা উপজেলা প্রতিনিধি সাইমুর রহমান এলিট। এ মানববন্ধনে এসময় পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ও পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত নানা মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তরা এসময় তাদের বক্তব্য বলেন স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় এবং প্রত্যেক সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করণে অগ্রনী ভূমিকা পালন করবেন এটা প্রত্যাশা করেন। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদের বিচারের আওতায় এনে শাস্তি দেয়ার দাবি জানান এসময় মানববন্ধনে অংশ গ্রহণ করা সাংবাদিক বক্তারা।