
আজ সকালে মিরপুর ১১তে সড়ক অবরোধ করে রিও ফ্যাশনে শ্রমিকরা। জুলাই মাসের বেতন না পাওয়ার কারণে তারা এই আন্দোলনে নামে। অবশেষে সেনাবাহিনী আসলে তাদের বুঝিয়ে গার্মেন্টসে পাঠিয়ে দেয়।
শ্রমিকরা অভিযোগ করে বলেন,ফ্যাক্টরি টি বিগত ১০-১২ বছর যাবত যৌথভাবে পরিচালনা করে আসছিল কিন্তু এক বছর যাবত মালিক পক্ষ থেকে আলাদা হওয়ায় রিও ডিজাইন এবং রিও ফ্যাশন আলাদা হওয়ায়। রিও ডিজাইনের মালিক আমাদের বেতন ভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। গত ঈদুল ফিতর থেকে আমাদের বেতন ভাতা ঠিক মত পরিশোধ করতে পারেনা।গত ৩/৪ মাস করেক দফায় পরিশোধ করলেও গত জুলাই/২৪ মাসের বেতন এখনো পরিশোধ করতে পারেনি। বর্তমানে মালিক ফ্যাক্টরিতে আসেনা। তাই আমরা আজকে সকাল ১১ঃ২০ মিনিটে রাস্তায় নামতে বাধ্য হয়। আমি বেতন খুব দ্রুত পরিশোধ করতে হবে।
তারা মিরপুর ১১ বাসস্ট্যান্ড এর মেইন রাস্তা দুই পাশ বন্ধ করে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে।
ডিআই/এসকে