
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলায় গণঅধিকার পরিষদের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেলে জেলার ইন্দুরকানী উপজেলার দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিরোজপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি নাজমুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আতিকুল ইসলাম মান্না ও যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ।
এসময় আরও বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ হাওলাদার, যুব অধিকার পরিষদের পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন, শ্রমিক অধিকার পরিষদের পিরোজপুর জেলা সভাপতি ইমাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইন্দুরকানী উপজেলা গন অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক আলাউদ্দিন হোসেন ও সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের ঢাকা দক্ষিণের শ্রম ও কর্মসংস্থান সম্পাদক মো: হাফিজুল ইসলাম।