
নড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে কৃষক কৃষাণির মধ্যে চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরের দিকে নড়াইল সদর উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষক কৃষাণির মধ্যে ২০০ আমের এবং ২০০ মেহেগুনির চারা বিতরণ করা হয়।
নড়াইল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বেসরকারি সংস্থা ইনতেফার আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রোকনুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সৌরভ দেবনাথ, ইনতেফার যশোর ডেপুটি এরিয়া ম্যানেজার মো. মনিরুল ইসলাম, টেরিটোরি অফিসার মো. মৌসুম কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।