
কুড়িগ্রামের চিলমারীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবক দলের দলীয় কাযালয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা চত্তরে উপজেলা শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে কেককাটা হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মোত্তালেব এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতিও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, কৃষক দলের সাধারন সম্পাদক মজিবর রহমান, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব আক্তারুজ্জামান বাবু, যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান বাবু, রানা, খাইরুল ইসলাম প্রমুখ।