
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে নতুন অন্তর্ববর্তীকালীন সরকারের প্রতি আস্থা রেখে প্রশাসনকে সুযোগ দিয়ে সকল কার্যক্রম থেকে সরে দাড়াল বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র সমাজ। যাতে করে আন্দোলনকারী পরিচয়ে দূর্বৃত্তরা কোথাও কোন হামলা-ভাংচুর, ছিনতাই ও লুটপাট করতে না পারে। দূর্বৃত্তরা ছাত্র আন্দোলনকে ঘিরে ও আন্দোলনকারী পরিচয়ে যা অনৈতিক কর্মকান্ড করেছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করে ছাত্র সমাজ। তবে কেউ যদি বৈষম্য বিরোধী আচরণ,হামলা-ভাংচুর, ছিনতাই ও লুটপাট করে, তাহলে সরজমিন তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়ে ছাত্ররা কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি নতুন সরকারের নিকট একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদও ব্যক্ত করেন। সোমবার প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি প্রশাসন সহ সুশীল সমাজকে অবহিত করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নান্দাইলের দশ সমন্বয়ক স্বাক্ষরিত প্রেস প্রিফিংয়ের বিষয়টি নিশ্চিত করেন সমন্বয়ক মুখলেছুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন, আমরা প্রশাসনকে স্বাগতম জানিয়ে জনস্বার্থে সরকারকে সহযোগিতা করার জন্য কার্যক্রম স্থগিত করেছি। আমরা সবসময়ই বৈষম্যের বিপক্ষে। আমরা কোন রাজনৈতিক দলের সাথে সর্ম্পৃক্ত নই। আমরা
নান্দাইলের শিক্ষা সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশে আছি এবং থাকবো।আর সে সমস্ত কাজ করার জন্য নান্দাইল কনস্কিয়াস স্টুডেন্ট ফোরাম নামে আমাদের একটি ফোরাম রয়েছে। যা বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রীয় কমিটি তথা কেন্দ্রীয় সমন্বয়কের নির্দেশনা মোতাবেক চলবে। সুন্দর সমাজ গঠনের শিক্ষার বিকল্প নাই। তাই সকল ছাত্র-ছাত্রীকে নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার আহবান জানাই। এসময় মুখলেছুর রহমান, নুসরাত হোসেন নাফি,
মুস্তাফিজুর রহমান অনুর, সাদেকুল আজম ভূইয়া সরকার, মুজাহিদুল, মাহমুদুল হাসান শান্ত, সিদ্দিককুল ইসলাম কাউসার, জুবায়ের ওয়াসিম নাবিল, আশরাফুল ইসলাম লিমন ও সাদমান
হাফিজ লিখন নামে দশজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।