
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে ডিএমপিতে আনা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো.ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন,ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাহেরুল হক চৌহান,মো. তৌহিদুল আরিফ,সিআইডির মো.মারুফাত হুসাইন, নোয়াখালী পিটিসির হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ও রংপুর আরআরএফের মো.রেজাউল করিম।
এছাড়া নৌ পুলিশের মির্জা তারেক আহমেদ বেগ,সিলেট এপিবিএন-৭ এর মো.মফিজুল ইসলাম, ১৩-এপিবিএন এর মোহাম্মদ জিয়াউল হক,সিরাজগঞ্জ সদর সার্কেলের মো.রেজওয়ানুল ইসলাম,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মো.ফজলুল করিম,এপিবিএনের হেলাল উদ্দিন ভূঁইয়া এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো.খলিলুর রহমান।
প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
ডিআই/এসকে