
পটুয়াখালীতে বেসরকারি হাসপাতাল / ক্লিনিকে ভূয়া নার্স নির্মূল অভিযান পরিচালনার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। জানা গেছে, সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজ,পটুয়াখালী’র আয়োজনে১৯ আগষ্ট সোমবার দুপুরে পটুয়াখালী সিভিল সার্জন অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে এ দাবীতে পটুয়াখালী সিভিল সার্জন অফিসে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধন আয়োজনকারীগন।এদিকে একই দাবীতে পটুয়াখালী জেলা প্রশাসক এর হাতে স্মারক লিপি প্রদান করেন উক্ত মানববন্ধন আয়োজনকারীরা।
এছাড়াও তাদের দাবীর মধ্যে রয়েছে,
বাংলাদেশের জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলমান রাস্ট্র সংস্কারের অংশ হিসেবে চিকিৎসা খাতে নাসিং সেবায় অনিবন্ধিত, ভূয়া ব্যক্তিদের মাধ্যমে বেসরকারি হাসপাতাল / ক্লিনিকে নাসিং সেবা অনতিবিলম্বে আইন অনুযায়ী বন্ধ করে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।অনিবন্ধিত, ভূয়া ব্যক্তিদের বেসরকারি হাসপাতাল/ ক্লিনিকে নাসিং সেবায় নিয়োজিতদের ৪৮ ঘন্টার মধ্যে অপসরণ করতে হবে।