
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নড়াইলে বর্ণাঢ্য র্যালী ও গণ-জমায়েত অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বেলা ১১টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গণ-জমায়েত উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, নড়াইল জেলা শাখার আহবায়ক খন্দকার ফসিয়ার রহমানের সভাপতিত্বে গণজমায়েতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মনিরুল ইসলাম। গণজমায়েতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির আহবায়ক মো. আজিজুর রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতানুজ্জামান সেলিম, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সেক্রেটারি সালেহা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহামুদুল হাসান সানিসহ জেলা , উপজেলা, পৌর, ইউনিয়ন স্বেচ্ছাবেবক দলের নেতা-কর্মীরা বক্তৃতা করেন। এ সময় দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।