
পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগষ্ট সোমবার বেলা ১২ টায় সেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার আয়োজনে পটুয়াখালী নিউ মার্কেট গোল চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব আঃ রশিদ চুন্নু মিয়া, আহবায়ক, জাতীয়তাবাদী দল বিএনপি, পটুয়াখালী জেলা কমিটি। উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্নেহাংশু সরকার কুট্টি , সদস্য সচিব, জাতীয়তাবাদী দল বিএনপি,পটুয়াখালী জেলা কমিটি। এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা কমিটির সভাপতি মোঃ মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন সঞ্চালনায় ছিলেন।
পরে এ স্হান থেকে উক্ত দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক সমূহ প্রদক্ষিণ করে বনানীর মোড়ে এসে শেষ হয়।
এ সমাবেশ ও র্যালিতে পটুয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন ছাত্র দল, যুবদল, সেচ্ছাসেবক দলের জেলা পর্যায়ের নানা স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলার হাজার হাজার নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।