ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

বশেমুরবিপ্রবি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ফলাফল প্রকাশে বিলম্ব, হতাশায় শিক্ষার্থীরা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব দেখা গিয়েছে। ফলে, বেশ সমস্যায় পড়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা।
জানা যায়, বিভাগটির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ফাইনাল পরীক্ষা আট মাস আগে নেওয়া হয়েছে। কিন্তু, এখন পর্যন্ত চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ হয়নি যার কারণে চতুর্থ বর্ষের ফাইনাল ফলাফল প্রকাশ হয়নি। ফলাফল প্রকাশের এই দীর্ঘসূত্রিতা বিভাগের শিক্ষার্থীদেরকে চরম হতাশার মধ্যে রেখেছে। ফলাফল প্রকাশ না হওয়ায় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা কোথাও আবেদন করতে পারছে না এবং ফলাফল প্রকাশ না হওয়ায় বিভাগটি স্নাতকোত্তরও (মাস্টার্স) শুরু করতে পারেনি। ফলে, শিক্ষার্থীরা আট মাস ধরে ফলাফল প্রকাশে বিলম্ব ও মাস্টার্স শুরু না হওয়ায় চরম হতাশাগ্রস্ত।

এ বিষয়ে জানতে মুঠোফোনে আন্তর্জাতিক সম্পর্কে বিভাগের সভাপতি মাহাবুবা উদ্দিন বলেন, আপনারা সাংবাদিকরা সরাসরি আসুন এবং দেখা করে ডকুমেন্টস দেখুন কেন ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, আমাদের পরীক্ষার খাতা বাহিরে যাওয়ার জন্য ফলাফল পেতে একটু সময় লাগে ও একটা ফলাফল প্রকাশে একজন শিক্ষকের উপর নির্ভর করে না এবং একজন শিক্ষক যদি একটা কোর্সের এ্যাসাইমেন্ট মার্কস না দেয় তাহলে আমাদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়। তাছাড়া, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কেউ কারো না যে অধীনস্থ তাকে জোর করে কাজ করিয়ে নেওয়া যাবে।

ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় উক্ত বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, বিভাগের সভাপতিকে আমরা আবেদপত্র দিয়েছিলাম ফলাফল দ্রুত প্রকাশ করার জন্য, তিনি আমাদের জুন মাসে সব রেজাল্ট দিয়ে মাস্টার্স শুরু করতে চেয়েছিলেন। কিন্তু আজ আট মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশের কোনো অগ্রগতি হয়নি। এতে করে আমরা অনেক হতাশার মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের অনেক সহপাঠীর মধ্যে হতাশা থেকে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। আমরা আটমাস ধরে বসে আছি আমাদের পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে ভালো কিছু করবো বলে। শিক্ষার্থীরা আরও জানান, শিক্ষকদের গাফিলতি ও স্বেচ্ছাচারিতার জন্য আমাদের ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে,আমদের ফলাফল দ্রুত না দিলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো এবং আমাদের কোনো সহপাঠীর কিছু হলে এর দায় বিভাগের শিক্ষক ও প্রশাসনকে নিতে হবে।

শেয়ার করুনঃ