
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে সুশান্ত সরকার (৩০) নামের এক যুবককে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, নাসিরাবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নিতাই চন্দ্র সরকারের ছেলে সুশান্ত সরকারের সঙ্গে একই গ্রামের তাহের মিয়ার ছেলে আশিক মিয়ার বন্ধুত্ব ছিলো।
সুশান্তের মা রূপালী সরকার জানান,’আমার ছেলে সুশান্ত একটি পুরনো মটর সাইকেল আশিকের কাছে বিক্রী করেছিলো। কিন্তু আশিক সেই টাকা পরিশোধ না করায়, এ নিয়ে সম্প্রতি আশিকের সাথে সুশান্তের একাধিকবার ঝগড়া হয়। এরই জের ধরে আশিক রবিবার (১৮.৮.২৪)রাতে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে যাওয়ার পর আজ সোমবার (১৯ আগস্ট) সকালে গ্রামের পাশে থাকা মেঘনা নদীর পাড়ে সুশান্তের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।।আমার দুইমাস বয়সী নাতি ও ছেলের বউডারে লইয়া আমরা এখন কি করুম, কার কাছে এর বিচার চাইমু? এই খুনের বিচার কি আমরা গরীব মানুষ পাইমু?
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান,নাসিরাবাদ নদীর পাড় বেড়িবাদে সুশান্ত নামের এক ছেলের মৃতদেহ পাওয়া গিয়েছে। প্রাথমিক সুরত হাল পরীক্ষা করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।