ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

উলিপুরে গৃহবধু ধর্ষণ মামলার প্রধান আসামি বেলাল হোসেন বিল্লু গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে এক গৃহবধুকে ধর্ষণ মামলার প্রধান আসামি বেলাল হোসেন বিল্লু (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বেলাল হোসেন বিল্লু উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কাশারিয়ারঘাট এলাকার শহিদুর রহমানের ছেলে।
জানা গেছে, স্বামী ঢাকায় রাজমিস্ত্রির কাজ করায় ওই গৃহবধু তবকপুরে নানার বাড়িতে থাকতেন। অভিযুক্ত বেলাল হোসেন বিল্লু বিভিন্ন সময়ে একা পেয়ে ওই গৃহবধুকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত ৩০/১২/২০২৩ইং দুপুরে নানার বাড়ী সংলগ্ন ঈদগাহ মাঠে যান গৃহবধু। এ সময় অভিযুক্ত বেলাল হোসেন বিল্লু(২৫) ও তার সহযোগী নাজমুল ইসলাম (৩১), রায়হান আহাম্মেদ (২৫), সাগর কুমার( ২৩ ) ও রাকিব হাসান জুয়েল(২১) ওই গৃহবধুকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরন করেন। পরে রাতে ধরনীবাড়ি ইউনিয়নের বামনেরহাট সংলগ্ন চেয়ারম্যানের পুকুর পাড়ের পাহারার ঘরে বেলাল হোসেন বিল্লু ওই গৃহবধুকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। পরদিন ভোরে ওই গৃহবধুকে বিল্লু ও তার সহযোগিরা চৌমুহনী বাজারে রেখে চলে যায়। এঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) মশিউর রহমান জানান, গত ১ জানুয়ারি মামলার আসামী
নাজমুল ইসলাম (৩১), রায়হান আহাম্মেদ (২৫), সাগর কুমার( ২৩ ) ও রাকিব হাসান জুয়েল(২১)কে গ্রেফতার করা হয়। মামলার প্রধান আসামি বেলাল হোসেন বিল্লু(২৫) দীর্ঘদিন থেকে পলাতক ছিল। শনিবার(১৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার হয়।
রোববার(১৮ আগস্ট) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুনঃ