
বরগুনার বেতাগীতে পৌরসভা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এতে দুই কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছে।
রোববার (১৮ আগস্ট) সকাল পৌনে ১১টায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন জানান, সকালে ১০-১৫ জন দুর্বৃত্ত পৌর কার্যালয়ে প্রবেশে করে হামলা চালায়। তারা পৌর মেয়র, কর্মকর্তা ও কর্মচারিদের অফিস কক্ষ, দরজা, জানালার কাচ ভাঙচুর করে। ল্যাপটপ,এলইডি টিভি,ডিএসএলআর ক্যামেরা, ডেস্কটপ কম্পিউটার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে তারা পৌরসভার সহকারী কর নির্ধারক মো: জামাল বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর মো: জহিরুল ইসলাম এবং চুক্তি ভিত্তিক পরিচছন্নকর্মি আনিচুর রহমানকে পিটিয়ে আহত করে। তিনি আরও জানান, একটি সরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটের কারণ আমরা বুঝতে পারিনি। পৌর ভবন ভাঙচুরের বিষয় ইতোমধ্যে বরগুনা জেলা প্রশাসকের নিকট অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং থানায় মামলা করা হবে। বেতাগী পৌরসভার একাধিক কর্মকর্তা-কর্মাচারী জানান, এ সময় তাদেও মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে।
এদিকে ঘটনার পর পরই বরগুনা সদর থেকে নৌবাহিনীর দুটি টিম আলাদাভাবে দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।